আটক ইসরাইলিদের ছাড়তে যে শর্ত হামাসের

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ডেস্ক

আটক ইসরাইলিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দাবি হামাসের

ইসরাইলি সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বন্দি করার দাবি করেছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোওরি আলজাজিরাকে বলেছেন, আমাদের হাতে অনেক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আটকও হয়েছেন অনেকে। লড়াই এখনো চলছে।তাদের মুক্তিপণ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করা হবে।

হামাস যেসব ইসরাইলি সেনাকে আটক করেছে, তাদের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন সালেহ আল-আরোওরি। তবে তাদের সংখ্যাটা কত, এ নিয়ে কিছু জানাননি তিনি।

হামাসের এই নেতা হুশিয়ারি দিয়ে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি স্থল আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত আমরা।

হামাসের এ লড়াই স্বাধীনতার জন্য জানিয়ে সালেহ আল-আরোওরি বলেন, এটি কোনো অভিযান নয়। আমরা পরিকল্পনা করেই এ লড়াই শুরু করেছি। আশা করছি এই লড়াই চলবে এবং যুদ্ধের পরিধি বাড়বে। আমাদের একটাই মূল লক্ষ্য, সেটা হলো আমাদের এবং আমাদের পবিত্র স্থানের স্বাধীনতা অর্জন।

কারাবন্দীদের নিয়ে কাজ করা রামাল্লাভিত্তিক বেসরকারি সংস্থা আদ্দামিরের হিসাবে, বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৩৩ নারী ও ১৭০ কিশোর। নির্বাহী আদেশে আটক রয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *