সুবর্ণবাঙলা প্রতিবেদক
ছবি: সংগৃহীত
মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া এবং অসংলগ্ন আচরণ করায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রোববার রাতে রাজধানীর রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা করা হয়। সোমবার তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার দম্পতি হলেন–শেখ মোহাম্মদ সাদমান (২৬) ও সারাহ বান তহুরা (২৩)।
পুলিশ জানিয়েছে, সাদমান-সারাহ দম্পতির বাসা খিলগাঁও তালতলা এলাকায়। রোববার রাতে মদ্যপ অবস্থায় সাদমান রামপুরা এলাকা থেকে মালিবাগের দিকে প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী অচেতন অবস্থায় ছিলেন। রামপুরা বাজারের কাছে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি পালিয়ে যেতে থাকে। পরে লোকজনের ধাওয়ার মুখে মালিবাগ চৌধুরী পাড়ায় ধরা পড়ে গাড়িটি। চালকের পাশের আসনে পা রাখার জায়গায় অচেতন অবস্থায় পড়েছিলেন তার স্ত্রী সারাহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান– তারা মদ পান করেছেন। এরপর পুলিশ তাদের রামপুরা থানায় নেয়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মানুষের সঙ্গে মারমুখি আচরণ করার অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়।