অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক রাজধানী জোহানসবার্গ শহরের প্রথম মুসলিম মেয়র আবুবকর থাপেলো আমাদ পদত্যাগ করেছেন।
গত ২৫ জানুয়ারি জোহানেসবার্গ সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে আল-জাম’আ পার্টির আবুবকর থাপিলো আমাদ বিপুল ভোটে নির্বাচিত হন।
তার পর থেকে সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এএনসি ঘাউটেং প্রাদেশিক চেয়ারপারসন পানিয়াজা লেসুফি বলেন, আমাদ তার মেয়াদে নিঃস্বার্থ নেতৃত্ব দেখিয়েছেন।
মঙ্গলবার একটি বিশেষ কাউন্সিল সভায় আমাদকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার ঠিক একদিন আগে পদত্যাগ করেন।