সুবর্ণবাঙলা প্রতিবেদন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে চ্যালেঞ্জ জানাতে চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
তার দাবি, নির্বাচন নিয়ে টিআইবি যে গবেষণা করেছে, তা আন্তর্জাতিক মানদণ্ডে পড়ে না। টিআইবি অযৌক্তিক কথা বলেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি টিআইবিকে চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ করতে চাই। তারা আন্তর্জাতিকমানের কোনো জার্নালে গবেষণা পাঠিয়ে দেখুক, তারা এটা প্রকাশ করবে না। যদি করে, তাহলে আমি মেনে নেব তাদের এটা গবেষণা হয়েছে।
আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরকে, পাবলিশড বা প্রকাশ করা তো পরের কথা আন্তর্জাতিক মানের কোনো জার্নাল এটিকে গবেষণা হিসাবে গ্রহণ করবে না। কারণ এটি কোনো গবেষণার আন্তর্জাতিক মানদণ্ডের কোনো পদ্ধতি অনুসরণ করেনি।
তিনি আরও বলেন, ‘অ্যাবসিলিউটলি’ গোঁজামিল দিয়ে একটি রিপোর্ট দাঁড় করানো হয়েছে। দুঃখজনক হলেও সত্য কাজটি করা হয়েছে এবং যারা এখানে সম্পৃক্ত ছিলেন, তাদের নির্বাচন, পলিটিক্যাল সায়েন্স-এ বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতার কোনো কালেকশন নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের বেশিরভাগেরই কোনো পাবলিকেশন্স নেই।