জনগণের ট্যাক্সের টাকা রাস্তায় নষ্ট করা যাবে না: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় রাস্তা হয়, সেই রাস্তায় ওভার লোড গাড়ি চলাচল করা যাবে না। শাখা প্রশাখা সড়কগুলোতে গোলবার লাগাতে হবে, যাতে মাটির গাড়ি চলাচল করে রাস্তা ধ্বংস না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনি প্রচারণার সময় আমি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি, এলাকাবাসী জানিয়েছে, প্রতিটি গ্রামে মাদক বিক্রি হয়, মাদকসেবীদের নাম প্রকাশ করেছে, এজন্য ওসিকে দায়িত্ব নিতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশাররফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *