বাসস
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের পরিচালক হিসেবে নিয়োগ লাভ করার জন্য সায়মা ওয়াজেদকে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস অভিনন্দন জানিয়েছেন।
আধানম ঘেবেইসাস এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লিখেছেন, ‘দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য রাষ্ট্রগুলো এবং নির্বাহী বোর্ডের আপনার ওপর আস্থা ও বিশ্বাস রয়েছে।’
on your appointment as Regional Director for
. You have the confidence and trust of the member states of the South East Asia and of the Executive Board. Saima, you are entrusted with guiding the health systems of 11 countries comprising nearly two billion people. The region is extremely diverse, and the range of health challenges is equally diverse. Of course, you are not alone. You are supported by a very dedicated and talented team at the Regional Office. You have my full support and trust, and that of my colleagues in headquarters. I look forward to working with you. #EB154
তিনি লিখেছেন, প্রায় দুই বিলিয়ন জনসংখ্যার ১১টি দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার দায়িত্ব সায়মাকে দেয়া হয়েছে। এই অঞ্চলটি অত্যন্ত বৈচিত্র্যময় এবং স্বাস্থ্য চ্যালেঞ্জের পরিসীমাও সমানভাবে বৈচিত্র্যময়।
ডাব্লিউএইচও ডিজি লিখেছেন, ‘অবশ্যই, আপনি একা নন। আপনাকে আঞ্চলিক অফিসে একটি অত্যন্ত নিবেদিত ও প্রতিভাবান দল সহযোগিতা প্রদান করছে। আপনার প্রতি আমার এবং সদর দফতরে আমার সহকর্মীদের পূর্ণ সমর্থন ও বিশ্বাস রয়েছে। আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’