আদালত চত্বর থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

আইন আদালত

খুলনা ব্যুরো

খুলনার আদালতপাড়ায় ত্রাস সৃষ্টির অভিযোগে খেলনা পিস্তলসহ ছয় কিশোর অপরাধীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় খুলনার আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক কিশোর গ্যাংয়ের ছয় সদস্য হচ্ছে- নগরীর জিন্নাপাড়া এলাকার সেলিম হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৪), একই এলাকার মো. বাবু শেখের ছেলে মো. ফেরদাউস শেখ (১৮), লিয়াকত শেখের ছেলে মাসুদ রানা (২৪), রফিক কাজীর ছেলে নাঈম কাজী (১৮) এবং টুটপাড়া জোড়াকল বাজার গাছতলা মন্দির এলাকার দীপক বিশ্বাসের ছেলে রিতু বিশ্বাস (২২) ও টুটপাড়া মহিরবাড়ী খালপাড় এলাকার সুবাহান হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (১৮)।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মরহুম অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম সড়কের জজ কোর্টের প্রবেশের মুখে একটি চায়ের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা খেলনা পিস্তল দিয়ে বিচারপ্রার্থীদের ভয় দেখাচ্ছিল। এ সময় পুলিশ খবর পেয়ে কিশোর গ্যাংয়ের উক্ত ছয়জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে সাগর হাওলাদারের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মূলত আদালতে আসা মানুষের মাঝে আতঙ্ক, ভয়-ভীতি সৃষ্টির জন্য কিশোররা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান ওসি। এছাড়া তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *