সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে একটি বেকারি থেকে স্থানীয়রা আট হাজার পচা ডিম আটক করে। পরে বেকারি মালিক ও ডিম সরবরাহকারীকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত ১২টার পর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ঘটনায় ওই বেকারির মালিককে এক লাখ টাকা এবং ডিম সরবরাহকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত নিউ হৃদয় ফুড প্রোডাক্টস নামক বেকারিতে বিভিন্ন ধরনের কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন সামগ্রী উৎপাদন করা হচ্ছে। সোমবার রাত ১১টার দিকে ওই বেকারিতে একটি পিকআপে করে ৮ হাজার হ্যাচারির পচা ডিম প্রবেশ করানো হয়। স্থানীয়রা ওই ডিম আটক করে তাৎক্ষণিকভাবে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে খবর দেন। পরে চেয়ারম্যান বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) আল মামুনকে জানান।
শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৮ হাজার পচা ডিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিম সরবরাহকারীকে কৌশলে খবর দিয়ে এনে তাকেও ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারি থেকে তিন বস্তা বিস্কুট জব্দ করা হয়েছে।
বেকারির মালিক মো. হানিফ রহমান মোবাইল ফোনে পচা ডিম কেনার বিষয়টি ভুল হয়েছে স্বীকার করে বলেন, এমন কাজ কোনোদিন করি নাই। এগুলো হ্যাচারির রিজেক্ট ডিম। ডিমগুলো টাঙ্গাইলের এক ব্যবসায়ী সরবরাহ করেন। আমি এক হাজার ডিম চাইলে তিনি আমাকে ৮ হাজার ডিম পাঠান।