সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত
জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত কৌশল নির্ধারণ ও একসঙ্গে কাজ করার লক্ষ্যে রিয়াদে অনুষ্ঠিতব্য ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজিম কোয়ালিশন (আইএমসিটিসি)-এর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করবেন তার উপদেষ্টা সালমান এফ রহমান।
আইএমসিটিসি-এর পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ এবং জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত করণীয় বিষয়ে সদস্য দেশ সমূহের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আলোচনার লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে কাউন্সিলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও (আইএমসিটিসি)-এর চেয়ারম্যান প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ সভায় সভাপতিত্ব করবেন। সভায় বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির নেতৃত্বে ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল (আইএমসিটিসি)-এর সভায় অংশগ্রহণ করার লক্ষ্যে ২ ফেব্রুয়ারি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।
এ সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আগামী ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।