স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে অগ্নিপরীক্ষায় পড়েছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশের। জুনিয়র টাইগাররা যেহেতু আগে ফিল্ডিং করছে, সেজন্য ব্যাট হাতে তাদের ম্যাচটি জিততে হবে ৩৮.৫ ওভারের মধ্যে। তার জন্য পাকিস্তানকে অল্প রানের মধ্যে আটকে দিতে হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ একাদশ
আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুর ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ একাদশ
শ্যামল হোসাইন, শাহজাইব খান, আজান আইস, সাদ বাইগ, আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাজ, উবাইদ শাহ, মোহাম্মদ জিসান, আলি আসফান্দ ও আলি রাজা।