পাকিস্তানে নির্বাচনের দিন ৫১বার হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

পাকিস্তানের আজ বৃহস্পতিবার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলছে এখন ভোট গণনা। আজ রাতেই ফলাফল ঘোষণা করা হতে পারে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

দেশটিতে আজ নির্বাচনের দিনেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। নির্বাচনী বানচাল করার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে।

দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, অন্তত ৫১টি কাপুরোষিত হামলা চালানো হয়েছে। এসব হামলার বেশিরভাগই চালানো হয়েছে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে।

এছাড়া এদিন পাঁচজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তবে এরপরেও দেশটির সেনাবাহিনী শান্তিতে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য দেশের জনগণকে স্বাগত জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *