ভালোবাসা দিবসে প্রেমিকা নিজেই হত্যা করে ব্যবসায়ীকে

আইন আদালত

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সূত্র ধরে মুদি ব্যবসায়ী আব্দুর রউফের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে মনোমালিন্যের জের ধরে ভালোবাসা দিবসে প্রেমিকা হেলেনা বেগমের হাতেই খুন হলেন ওই ব্যবসায়ী।

ক্লুলেস এ খুনের রহস্য উদঘাটন করল র্যাব-৪। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেমিকাকে গ্রেফতার করেছে র্যাব।

মানিকগঞ্জের র্যাব-৪ সিপিসি-৩’র কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।

লে. কমান্ডার আরিফ হোসেন জানান, প্রায় ৪ বছর আগে স্বামী শামসুল হক মারা গেলে হেলেনা নয়াডিঙ্গী এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। অপরদিকে নিহত রউফ নয়াডিঙ্গী গাছবাড়ি এলাকায় মুদি দোকান করতেন। দুজনের বাড়িই পাশাপাশি গ্রামে। রউফের দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সূত্র ধরে দুইজনের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।

তিনি বলেন, এরই জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি বিকালে হেলেনা তার বাড়ির পাশের একটি লেবুখেতে রউফকে দেখা করতে বলে। পরে সে পূর্বপরিকল্পিতভাবে রউফের শীতবস্ত্র দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিজ বাড়িতে অবস্থান নেয়। পরদিন ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন আরও জানান, বিষয়টি জানার পরপরই র্যাব আসামি ধরতে অভিযানে নামে। পরে নয়াডিঙ্গী এলাকা থেকে হেলেনাকে র্যাব আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে হেলেনাকে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *