অনলাইন ডেস্ক
ছবি সংগৃহীত
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাতটি সামরিক অভিযান চালানোর দাবি করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের পূর্বাঞ্চলে ইরনে একটি ভবনেও হামলা চালানো হয়েছে। এই ভবনে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে খবরে বলা হয়েছে। এ ছাড়া বিতর্কিত শেবা ফার্মে ইসরায়েলি বাহিনীর অবস্থানের ওপর দুইবার হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- এনিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। সেইসময় থেকে সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলে তারাও ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখবে।