সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি সংগৃহীত
মেয়েকে ধর্ষণের অভিযোগের এক মার্কিন দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দম্পতি মনে করেন ‘অপরিচিতদের’ পরিবর্তে তাদের সঙ্গে যৌন অভিজ্ঞতা নেওয়া মেয়ের জন্য ‘নিরাপদ’ হবে।
ওই দম্পতিকে যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেয়েটির সৎ বাবা এবং মা দুজনের বয়সই ত্রিশের কোটায়। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার জোরপূর্বক যৌন নির্যাতন, জোরপূর্বক সোডোমি এবং ধর্ষণের অভিযোগ তদন্তের জন্য ইউটা কাউন্টি জেলে মামলা করা হয়েছিল৷ ধর্ষণের তদন্তের জন্য সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী মেয়েটি পুলিশকে ফোন করে জানায়, তার বাবা অন্তত দেড় বছর ধরে তাকে ধর্ষণ করে আসছেন। এমনকী তার মা এ বিষয়ে জানতেন।
পুলিশের একটি হলফনামা অনুসারে, বাবা-মা এক বছরের বেশি সময় ধরে তাদের মেয়ের সঙ্গে যৌন কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
হলফনামায় বলা হয়েছে, ‘(সৎ বাবা) ব্যাখ্যা করেছেন যে এক বছর আগে তিনি ও ভুক্তভোগীর মা জানতে পেরেছিলেন যে মেয়েটি অপরিচিতদের সঙ্গে দেখা করতে ও যৌন সম্পর্ক করতে চায়। এরপর তিনি ও তার স্ত্রী সিদ্ধান্ত নেন মেয়েকে যৌনতা সম্পর্কে শেখানোর ও অপরিচিতদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার থেকে তাদের সঙ্গে বেশি নিরাপদ এই শিক্ষা দেওয়ার।’
পুলিশ জানিয়েছে, ইউটা কাউন্টি অ্যাটর্নি অফিস আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে অভিভাবকরা অতিরিক্ত গণনার সম্মুখীন হতে পারেন।
পুলিশের নথিতে বলা হয়েছে, মেয়েটির মা তার ‘যৌনতা সংক্রান্ত’ অনলাইন চ্যাট ও স্ন্যাপচ্যাট ছবি খুঁজে পেয়েছেন।
হলফনামায় বলা হয়েছে, বাবা-মা মেয়েটির জন্য সেক্স টয় কিনেছিলেন এবং তাকে দেখিয়েছিলেন কীভাবে তা নিজের ও তাদের ওপর ব্যবহার করতে হয়।
মেয়েটির বাবা পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি ১৫ বছরের মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন।