সুবর্ণবাঙলা বিনোদন ডেস্ক
সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান
প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন কিংবদন্তি চলচ্চিত্রকার, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক আমজাদ হোসেনের দুই পুত্র সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। বৈশাখী টিভির জন্য নির্মিতব্য ধারাবাহিকটির নাম ‘বোকা প্রেম’। কমেডি ঘরানার নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল। এ নাটকের মাধ্যমে বড় ভাইয়ের পরিচালনায় প্রথমবার কাজ করছেন ছোট ভাই সোহেল আরমান।
দুই ভাই একসঙ্গে অভিনয় প্রসঙ্গে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, সোহেল আরমান ভালো একজন অভিনেতা। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার দুজনে পর্দা ভাগ করছি। দুজনেই প্রেমিক চরিত্রে পর্দায় হাজির হচ্ছি। আমাদের চরিত্রে চমক আছে। দোদুল বলেন, এখানে প্রতিটি চরিত্র কমেডি ঘরানার। খুব সাধারণভাবে কমেডি তুলে ধরা হবে। তবে কমেডি হলেও গল্পে বার্তা আছে।
সোহেল আরমান বলেন, সবকিছু বিবেচনা করে অভিনয়ে ফিরছি। আমার চরিত্রটা বেশ সুন্দর। ‘বোকা প্রেম’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন আ খ ম হাসান, ফারজানা ছবি, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর, সাব্বির আহমেদ প্রমুখ। নির্মাতা জানান, ঈদুল ফিতরের আয়োজন শেষ হলেই প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার থেকে বৈশাখী টিভিতে ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে। দর্শক যতদিন চাইবে ততদিন নাটকটি নির্মিত হবে বলে জানিয়েছেন।