সংস্কৃতি প্রতিবেদক
.
চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক রোজিনার জীবনের সেই মাহেন্দ্রক্ষণ এলো আজ শুক্রবার। এদিন মুক্তি পাচ্ছে তার পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ সিনেমা। আজ ঢাকার কয়েকটি হলে রোজিনা নিজেও দর্শকের সঙ্গে বসে নিজের নির্মিত সিনেমাটি উপভোগ করবেন বলেও নিশ্চিত করেছেন।
‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন রোজিনা নিজেই। তবে এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন মুজতবা সউদ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ আরও অনেকে। প্রথমবার সিনেমা নির্মাণ, সিনেমাটি দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান ও অন্যান্য প্রসঙ্গে রোজিনা বলেন, এর আগেও আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করেছি। তবে সিনেমা এবারই প্রথম পরিচালনা করেছি।