৯৯৯ এর সহায়তায় ধর্ষণ থেকে রক্ষা পেল দুই ছাত্রী, আটক ৩

অন্যান্য আইন আদালত মফস্বল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ৯৯৯ নম্বরে কল করে পুলিশের তড়িৎ পদক্ষেপে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে দুই কলেজছাত্রী। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো, আমিন মোড়ল, রুবেল শেখ ও নুর মোহম্মদ। শনিবার তাদের জিজ্ঞাসাবাদ শেষে বাবা-মার জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার নির্মাণাধীন কৃষি কলেজের মহিলা হোস্টেলের ৪তলা ভবন থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছায় বেড়াতে আসে ওই ২ ছাত্রী। তাদের সঙ্গে পরিচয় হয় ৪ যুবকের। এ পরিচয়ে তারা ওই দুই ছাত্রীকে নির্মাণাধীন কৃষি কলেজের মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করে সংশ্লিষ্ট নৈশপ্রহরীর মাধ্যমে। পরে শুক্রবার রাত ১২টার পরে ওই চার বন্ধু যায় হোস্টেলে গিয়ে তাদের ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীরা ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চায়। পরে পাইকগাছা থানার ওসি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ৩ জনকে আটক ও ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় একজন পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *