রামপুরায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

অর্থ ও বাণিজ্য আইন আদালত

সুবর্ণবাঙলা প্রতিবেদন

ডলার ও রিয়াল প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মহসিন, সুলতান, আনোয়ার, শওকত আলী ও কালাম। রামপুরা এবং মৌলভিরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে রামপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে ডলার, রিয়াল ও বিভিন্ন দেশের মুদ্রা দেখিয়ে এবং বিক্রির কথা বলে প্রতারণা করা একটি চক্রের পাঁচজনকে গ্রেফতার করে। এই চক্রটি সাধারণ সহজ-সরল মানুষদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিত। দীর্ঘদিন ধরে চক্রটি ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসছিল। গ্রেফতাররা বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে। তারাসহ দলের অন্য সদস্যদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *