সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে আজ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কারণ আগের ম্যাচেই শক্তিশালী রাশিয়ার কাছে হেরেছে লাল–সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ভারতের ভুলেই ১–০ গোলের জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আজ চার পরিবর্তন এনেছিলেন কোচ। ১–০ গোলে হারা ম্যাচে ভারতের আখিলা রজনের ভুলে গোলটি পায় বাংলাদেশ।
এ জয়ের ফলে ৩ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ। পরের দুটি ম্যাচে রাশিয়া হারলে ও বাংলাদেশ জিতলে শিরোপা পাবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাশিয়া। অন্যদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ভারত।
রাউন্ড রবিন লিগে বাংলাদেশ নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ মুখোমুখি হবে নেপালের।