ইফতার করে সম্প্রীতির বার্তা দিলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন

সনতন ধর্মালম্বী হয়েও প্রতিবছরের রোজাতেই পরিবারের সঙ্গে ইফতার করেন  চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হলো না।

ঢাকাই ছবির এই নায়িকা প্রথম রোজায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে অনুরাগীদের মাঝে ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা।

class=img-responsive v:shapes=”_x0000_i1025″>

ফেসবুকে ইফতারির ছবি পোস্ট করে মিম ক্যাপশনে লিখেছেন, ‌‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।’

পোস্ট করা ছবিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও। ছবিতে দেখা যায়, তিনি সপরিবারে শামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম।

মিমের এই ছবি নেটিজেনদের নজর কেড়েছে। সবাই প্রশংসা করছেন এই নায়িকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *