বিনোদন ডেস্ক
দীপাবলির দিন মুক্তি পায় সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনীত ছবি ‘টাইগার ৩’। ছবি মুক্তির আগে খুব বেশি প্রচার করতে দেখা যায়নি টিম টাইগারকে।
তবে বিশ্বব্যাপী ৩০০ কোটির গণ্ডি পেরোতেই প্রকাশ্যে এলো জ়োয়া, টাইগার ও আতিশ। প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান তিনজনেই। এদিন মুম্বাইয়ের ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা গেল ভাইজানকে। তিনি এ দিন ক্যাটরিনাকে তার ‘ডেজ়ার্ট স্কার্ফ’টি উপহারস্বরূপ দেন।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রায় প্রতিটি ছবিতেই কালো খোপকাটা এই স্কার্ফটি ব্যবহার করেছেন। তা খুলে পরিয়ে দেন ক্যাটরিনাকে। তার পর চুমু দিয়ে বসেন ইমরান হাশমিকে। তা দেখে হতবাক ক্যাটরিনা।
অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘যে ছবিতে ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, তা কি হয়!’ এই বলে সোজা এগিয়ে যান ইমরানের দিকে।
সালমান ইমরানের দিকে তাকিয়ে বলেন, ‘যদি ইমরান আতিশের রোলে না থাকত, তা হলে এটা তো হয়েই যেত।’
ছবিতে খলচরিত্রে দেখা গেছে ইমরানকে। ততক্ষণে সালমানের কাণ্ড দেখে হাসির রোল অনুষ্ঠান কক্ষে।
আসলে ইমরানের অভিনয় ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যাবে, ক্যারিয়ারের শুরু থেকে প্রেমিকের চরিত্রে দেখা গেছে তাকে। একসময় তাকে ‘সিরিয়াল কিসার’র তকমা দেয় ইন্ডাস্ট্রি। হয়তো সেই প্রসঙ্গ থেকে খানিক রসিকতা করে ফেললেন সালমান।