গোসলখানায় কিশোরীকে ধর্ষণ অন্তঃসত্ত্বা, থানায় মামলা

অন্যান্য আইন আদালত মফস্বল

সিংগাইর প্রতিনিধি

সিংগাইরে গোসলের সময় কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে গেলে গর্ভপাতের জন্য তাকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে নির্যাতনও করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বুধবার সিংগাইর থানায় ৩ জনের নামে মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের চালিতাপাড়া গ্রামের জিন্নত আলী ছেলে মোহাম্মদ আলী ওরফে মোহাম পাশের বাড়ির এক কিশোরীকে ফুঁসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বাড়িতে একা থাকার সুযোগে ওই কিশোরীকে বিয়ের কথা বলে গোসলখানায় ধর্ষণ করে। এর কিছুদিন পর ধর্ষণের ফলে ওই কিশোরী গর্ভবর্তী হয়ে পড়ে। বিষয়টি মোহামের পরিবারকে জানালে তার গর্ভের সন্তান নষ্টের হুমকি দেন। এতে ওই কিশোরী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করে।

এ ঘটনায় বুধবার মোহাম্মদ আলী, মা ফরিদা ও আলীমদ্দিনের নামে মামলা করেন ওই কিশোরীর বাবা।

পরিদর্শক (তদন্ত) শেখ আবু হানিফ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *