চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে র্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে মূলহোতা শফিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. শফি (৫৮), আবুল কালাম আজাদ (৫৪), রাশেদ উদ্দিন ও শাকিল আহমেদ। শনিবার রাতে নগরীর পাহাড়তলি থানার ‘এ ব্লক’ বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহণ থেকে চাঁদাবাজি করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
র্যাবের কর্মকর্তারা জানতে পারেন- পাহাড়তলি এলাকায় র্যাবের নাম ভাঙিয়ে শফির নেতৃত্বে একটি চক্র চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ ছিল। চাঁদা আদায়কারী মূলহোতা শফি এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। শনিবার রাতে র্যাব জানতে পারে যে, কতিপয় চাঁদাবাজ নগরীর পাহাড়তলী থানাধীন এ-ব্লক বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস, টেম্পো ও সিএনজি অটোরিকশা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে। সঙ্গে সঙ্গে র্যাবের একটি টিম অভিযান নামে। অভিযানে চাঁদাবাজ চক্রের মূলহোতা শফিসহ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা র্যাবের কাছে স্বীকার করেছে- তারা পরস্পর যোগসাজশে বিগত ৪-৫ বছর যাবত বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিএনজি, বাস, টেম্পো, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহণের গতিরোধ করে অবৈধভাবে ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল। বিভিন্ন সময় র্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে টোকেন সরবরাহ করে থাকে। এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকিসহ ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন গাড়ি হতে ২০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করত।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।