অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুই যুবক হাসপাতালে

আইন আদালত শহর হোম

সুবর্ণবাঙলা প্রতিবেদন

রাজধানীর শাহবাগ থানা এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন দুই যুবক। পরে অচেতন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জ্ঞান না ফেরায় নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

শাহবাগ থানার এসআই আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনের রাস্তার ফুটপাত থেকে অচেতন অবস্থায় ২০-২১ বছর বয়সি দুই যুবককে উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তবে তাদের জ্ঞান না ফেরায় নাম-পরিচয় এবং কিভাবে ঘটনা ঘটল তা জানা যায়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনের রাস্তার ফুটপাতে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তিনি জানান, অজ্ঞানপার্টির প্রতারকচক্র দুইজনকে কিছু খাইয়ে অচেতন করে তাদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *