সুবর্ণবাঙলা প্রতিবেদন
রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার সকাল ১০টা ১৭ মিনিটে লাভিঞ্চি হোটেলের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ১০টা ১৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
আগুন লাগার কারণ এবং কোনো হতাহত হয়েছে কিনা এখনো জানা যায়নি বলে তিনি জানান।