নজরুলের জন্মজয়ন্তীতে পালিত হলো রবীন্দ্রজয়ন্তী

জাতীয় মফস্বল শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত হলেও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এর জন্মজয়ন্তী।
২৫ মে ছিল দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তেমনি দেশের বিভিন্ন স্থানে অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত হলেও চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।

শুধু তাই নয়, এই উপলক্ষ্যে বিদ্যালয়টিতে ও শাস্ত্রীয় সঙ্গীত নিকেতন সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ এর আয়োজন করে। যা উপজেলা জুড়ে হাস্যরসের সৃষ্টির পাশাপাশি সংস্কৃতি ও সাহিত্যমনা মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে।

তারা বলছেন, কবি নজরুলের জন্মজয়ন্তীতে রবীন্দ্র জয়ন্তী। এ কেমন কথা জাতীয় কবির জন্মদিন তথা বাঙ্গালীর এই বিশেষ দিনে এ কেমন রবীন্দ্র প্রেম!

এ ব্যাপারে জানতে চাইলে শাস্ত্রীয় সঙ্গীত নিকেতনের পরিচালক সুভাষ নাথ জানান, গতকাল শনিবার তার প্রতিষ্ঠানে কোন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এমন আয়োজন করেছে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

বিষয়টির সত্যতা জানতে চাইলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তার প্রতিষ্ঠানে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেনি। বরং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে শাস্ত্রীয় সঙ্গীত নিকেতন।

বিষয়টি সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমিতো জানি নজরুল জয়ন্তী। কিভাবে রবীন্দ্রনাথ জয়ন্তী পালিত হল তা আমি খতিয়ে দেখছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ.বি. এম মশিউজ্জামান জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *