৩৫ হাজার ইসরাইলি সেনা এখন মানসিক রোগী

আন্তর্জাতিক

যুদ্ধফেরত তিন শতাধিক সেনাকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক


যুদ্ধে আহত এক ইসরাইলি সেনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে

গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মানসিক রোগী হয়ে ফিরছে ইসরাইলি সেনারা। আর তাদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঘুম হারাম হচ্ছে ইসরাইলের। আইডিএফ জানিয়েছে, গত বছরের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মধ্যে আশি ভাগই কোন না কোন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। অর্থাৎ ৩৫ হাজারের বেশি সেনা মাসনিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া যুদ্ধফেরত তিন শতাধিক সেনাকে মানসিক সমস্যার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি শীর্ষ সংবাদ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গেছে, সংঘাত শুরুর পর মানসিক স্বাস্থ্যসেবা পেতে দেশটির হটলাইনে কল করেছে ৩৫ হাজারের বেশি ইসরাইলি সেনা। ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল নিজেই স্বীকার করেছেন যে, ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। হামাসের গেরিলা যুদ্ধ কৌশল ইসরাইলি সেনাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এই বুঝি হামাস এলো, এমন শঙ্কায় স্লিপিং খেয়েও ঘুমাতে পারছে না ইসরাইলি সেনারা।
উল্টো দুঃস্বপ্ন দেখছেন। সেই সঙ্গে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশু হত্যার বিষয়টিও গভীর ক্ষত তৈরি করছে সেনাদের মনে। ইসরাইলি চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে বা পিটিএসডিতে ভুগছেন।Ñটাইমস অব ইসরাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *