আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোসহ নানা ইস্যুতে বুধবার বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সাংবাদিকদের নানা ইস্যুতে করা কঠিন সব প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। তেমনই এক প্রশ্নে এএফপির সাংবাদিকের ওপর মেজাজ হারিয়েছেন পুতিন।
গ্যাজপ্রমের সদর দপ্তরে হওয়া পুতিনের এই বৈঠকে রাশিয়ার পতাকার সঙ্গে ছিল সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ান সাম্রাজ্যের অন্যান্য পতাকা। যা নিয়েই পুতিনের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা আছে কিনা জানতে চান এএফপির ওই সাংবাদিক। তাতেই রেগেমেগে আগুন পুতিন। রীতিমতো ওই সাংবাদিককে ধুয়ে ছেড়েছেন পুতিন।
রাশিয়া কি ন্যাটোভুক্ত দেশগুলোকে আক্রমণ করার কথা ভাবছে; এমন প্রশ্নে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়ে পুতিন বলেন, ‘আপনারা এই ধারণা নিয়ে এসেছেন যে রাশিয়া ন্যাটোকে আক্রমণ করতে চায়। আপনি কি আপনার বিবেকবোধ হারিয়ে ফেলেছেন? কে তৈরি করেছে এ ধারণা? এটা ফালতু কথা, এটা বোলোকস।’
ইউক্রেনের উপর পারমাণবিক যুদ্ধের হুমকি সম্পর্কেও এদিন নিজেদের অবস্থান খোলাসা করেছেন পুতিন। বলেন, ‘কিছু কারণে, পশ্চিমারা বিশ্বাস করে রাশিয়া কখনই এটি ব্যবহার করবে না। এ ব্যাপারে আমাদের একটি পারমাণবিক মতবাদ আছে, এটি কী বলে তা দেখুন। যদি কারো কাজ আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আমাদের রক্ষা করতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করব। এটিকে হালকাভাবে, অতিমাত্রায় নেওয়া উচিত নয়।’