সুপার এইটের পথে এগিয়ে যাওয়ার লড়াই বাংলাদেশ-নেদারল্যান্ডসের

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


বাংলাদেশ-নেদারল্যান্ডস ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচ জয় পেলে সুপার এইটে এক পা দেওয়া হয়ে যাবে বাংলাদেশের। ডাচদের সমীকরণটা একই। আর সে কারণে তারাও চাইবে ম্যাচ জিতে সুপার এইটের পথে এগিয়ে যেতে।

গ্রুপপর্বে এখন পর্যন্ত দু’দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে একটি করে জয় পেয়েছে দু’দলই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচে ৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে নেপালের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ডাচরা বাংলাদেশের মতোই নিজেদের শেষ ম্যাচে হেরেছে প্রোটিয়াদের বিপক্ষে।

স্বাভাবিকভাবেই তাই এ ম্যাচটি জিতে সুপার এইটের পথে পা বাড়ানোর লক্ষ্য দু’দলেরই। যদিও এই ফরম্যাটে পরিসংখ্যানটা কথা বলছে বাংলাদেশের পক্ষেই। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দু’দলের চার দেখায় তিন বারই হেসেছে বাংলাদেশ। যদিও প্রতিটি ম্যাচই হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্বাভাবিকভাবেই তাই এ ম্যাচেও প্রত্যাশা করা হচ্ছে তেমনটি।

গ্রুপ ডি’ তে অবশ্য এরইমধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। সবশেষ লংকানদের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় তাদের বিদায় এক রকম নিশ্চিতই বলা যায়। তাতে একটা সুবিধা হয়েছে বাংলাদেশের। ডাচদের বিপক্ষে জয় পেলেই একরকম নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার এইটে খেলা। কেননা, এখন পর্যন্ত নেট রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ। কাজেই শেষ ম্যাচ হারলেও তখন নেট রান রেট ঠিক রাখতে পারলে সুপার এইটে জায়গা পাবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাই এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না নাজমুল শান্তর দল। বাংলাদেশ কেমন করে এখন সেটি দেখতেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *