সুবর্ণবাঙলা ডেস্ক
ভারতে গবেষণা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশিকা পরীক্ষা ‘ইউজিসি-নেট’ বাতিলের পর এবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টেও (নিট) দুর্নীতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোনো প্রকার আপস করবে না সরকার। তিনি আরও বলেছেন, নিটে দুর্নীতি প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে বড় ধরনের দুর্নীতি ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে যারা এ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন এবং পরীক্ষা পরিচালনাকারীদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনডিটিভি।