স্পোর্টস ডেস্ক
প্রথমবার ইউরোতে খেলতে এসেই সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জর্জিয়া।
তাতেই এক কোটি ডলার পুরস্কার পাওয়া নিশ্চিত হয়ে গেছে দলটির। আরও এক কোটি ডলারের হাতছানি তাদের সামনে।
সেটি পেতে আজ জার্মানির কোলনে শেষ ষোলোর লড়াইয়ে তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে জর্জিয়াকে।
প্রথম ইউরো অভিযানে জার্মানি আসার আগে দলকে উজ্জীবিত করতে এক কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের বিদজিনা ইভানিশভিলি।
শর্তজুড়ে দিয়েছিলেন উঠতে হবে নকআউট পর্বে। সেরা চার তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোয় উঠে সেই পুরস্কারপ্রাপ্তি নিশ্চিত করে জর্জিয়া।
দেশটির শাসক দল ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা ইভানিশভিলি এবার ঘোষণা দিয়েছেন, আজ স্পেনকে হারাতে পারলে জর্জিয়ার খেলোয়াড়দের পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে দেবেন তিনি।