ডাম্বুলার সেরা বোলার মোস্তাফিজ

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


মোস্তাফিজুর রহমান

লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) বল হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসাররা। আজ ক্যান্ডি-কলম্বো ম্যাচে ক্যান্ডির পক্ষে দুই উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম, নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেট ঝুলিতে পোরেন কলম্বোর হয়ে খেলা তাসকিন আহমেদ। এবার ডাম্বুলা সিক্সার্সের হয়ে দলের পক্ষে সেরা বোলিং করেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

ঘরের মাঠে জাফনা কিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ডাম্বুলা। চতুর্থ ওভারে মারকুটে ওপেনার কুশল মেন্ডিসকে থামান মোস্তাফিজ। ১৮তম ওভারে জাফনার অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেটও শিকার করেন এই বাঁহাতি পেসার। ৪ ওভার বল করে দলের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মোস্তাফিজ, খরচ করেন ৩৯ রান।

তবে দলের অন্য বোলাররা খরুচে বোলিং করলে রানের পাহাড় গড়ে জাফনা। ওপেনার পাথুম নিসাঙ্কার ৮৮ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দোর ঝোড়ো ৫৭ রানের ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে তাদের রান দাঁড়ায় ২১৮।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ডাম্বুলার সামনে এখন চ্যালেঞ্জ ২১৯ রানের। এই ম্যাচে বাংলাদেশের তাওহিদ হৃদয়কে একাদশে রাখেনি ডাম্বুলা। আগের দুই ম্যাচের প্রথমটিতে ১ রানে আউট হয়েছিলেন তাওহিদ, পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি।

গত মৌসুমে জাফনার হয়ে দুর্দান্ত খেলেছিলেন তাওহিদ। ৬ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে করেছিলেন ১৫৫ রান। তবে চলতি মৌসুমে ডাম্বুলার জার্সিতে এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি এই ব্যাটসম্যান।

অন্যদিকে মোস্তাফিজ তিন ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ম্যাচে ক্যান্ডির বিপক্ষে ১ উইকেট পেয়েছিলেন। তবে জাফনার সঙ্গে টানা দুই ম্যাচে জোড়া শিকার করেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *