যে বয়ান শুনতে তিতা

খোলা কলাম জাতীয়

শাওন মাহমুদ

’মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইচ্ছে করলে দেশের জন্য যে কোনও বৃহৎ এবং গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। তার প্রমান রেখেছেন পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে। ইতোমধ্যে আমরা জেনেছি আপনার সঙ্গের ও অনেকে যেখানে বিশ্বাস করতে পারেনি, সেই বৃহৎ কাজ শুধুই আপনার একক সাহস ও বিশ্বাসের কারণে সফল ভাবে সম্পন্ন করতে পেরেছেন! বিশ্বাস করি, দেশের অর্থ পাচার, সরকারী চাকুরেদের অবৈধভাবে সম্পদের পাহাড় গড়াও বন্ধ করা অবশ্যই একমাত্র শুধু, আপনার দ্বারাই সম্ভব।

ইতিপূর্বে বড়বড় দুর্নীতির বিচার আপনার ইচ্ছার জিরো টলারেন্স বাস্তবায়ন হলে, নিশ্চয়ই দুর্নীতির হালের এমন প্রাদুর্ভাব হতো না। অপরদিকে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হতনা। সরকারের আমলা, মন্ত্রী তথা নীতিনির্ধারকদের যেনো এসব বন্ধের দিকে নজর দেয়ার প্রতি তেমন কোনো আগ্রহই নাই। যতো আগ্রহ বিদ্যুৎবিল, পানির বিল ইত্যাদি ইউটিলিটি বিল বাড়ানোয়, জ্বালানি তেলের মূল্য বাড়লে বাড়ানোয়। আন্তর্জাতিক বাজারে কমলেও তা না কমানোয়!

মাননীয় প্রধানমন্ত্রী, একটা সরকার ইচ্ছে করলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিণ্ডিকেট ভাংতে সক্ষম হবেনা, এটা বিশ্বাস যোগ্য নয়। এটা হয় সরকারের দুর্বলতা না-হয়, কর্তৃপক্ষের যথাযথভাবে ভূমিকা রাখার অনিচ্ছা প্রমাণ করে। মাননীয় প্রধানমন্ত্রী, এসব ক্ষেত্রে ও আপনার পদ্মাসেতু করার মতো একক দৃঢ়তা প্রয়োজন। বিশ্বাস করি, এটি হয়তো পদ্মাসেতুর চ্যালেঞ্জের চেয়েও অনেক বড় চ্যালেঞ্জ। শুধু সরকার প্রধান হিসেবেই নয়, দৃঢ়তা, সততা, বিচক্ষণতা ইত্যাদি বিবেচনায় একমাত্র আপনার উপরই ভরসা করে জনগন। জনগন নিশ্চয়ই আপনার সঙ্গে আছে এবং থাকবে! আপনার কাঁধে ভরকরে লুটেরা চাটার দল লুটপাট করবে। আর, দায় বর্তাচ্ছে আপনার উপর! বিরোধী দল (ধ্বংস করে) ব্যাতিরেকে গণতন্ত্র শক্তিশালী হয়না। হয় না, সরকারও শক্তিশালি। সরকার দুর্বল হলে আমলা এবং চাটারদলের পোয়াবারো ছাড়া আর কারোই লাভ হয় না। আমলা এবং চাটারদল তাদের স্বার্থে ক্ষমতাসীনকে পুনঃ ক্ষমতাসীন করতে পারে বটে, তবে, নিশ্চয়ই সে ময় অসীম কাল নয়? যা, একজন ব্যক্তির শাসন কালের সময়ই বাড়ায় শুধু; যিনি, বহু অবদান রেখেও ইতিহাসে চিহ্নিত হন স্বৈরাচার হিসাবে! বিশ্বের দেশে দেশে ইতিহাস ঘাঁটলে এর, স্বপক্ষে অসংখ্য প্রমাণ মিলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *