অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ের ব্যাটিং।
বিশ্বকাপ জেতার আনন্দে এখনো ভারতের সবাই ডুবে আছেন। আনন্দের রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। কিন্তু জিম্বাবুয়ের কাছে নিজেরে মান ধরে রাখতে পারল না ভারত। জিম্বাবুয়ের কাছে সব উইকেট হারিয়ে ১৩ রানে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
জিম্বাবুয়ের দেওয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১০২ রানেই থেমে যায় ভারত। বিশ্বকাপের পর নতুন প্রজন্মের তারকাদেরই রোডেশিয়ানদের বিপক্ষে খেলতে পাঠিয়েছিল বিসিসিআই। তবে আইপিএলে পরীক্ষিত তারকারা এদিন হোঁচট খেয়েছেন জিম্বাবুয়ের মাটিতে। ১৩ রানের হারে নিজেদের যাত্রা শুরু করলো শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত।
আজ জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ভালো করলেও ১০ ওভারের পর আউট হওয়ার গতি বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করে জিম্বাবুয়ে। কিন্তু এই রান করতে গিয়েই সব উইকেট হারিয়ে ফেলে ভারত। ফলে ১৯.৫ ওভার মোকাবিলা করে ১০ উইকেটে ১০২ রানে থামে ভারতের ইনিংস।