স্পোর্টস ডেস্ক
সাবেক তারকা
বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রদশর্নী ম্যাচ।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, আকরাম খান, গাজী আশরাফ হোসেন, খালেদ মাসুদসহ সাবেক ক্রিকেটাররা শহিদ মুশতাক একাদশ ও শহিদ জুয়েল একাদশে ভাগ হয়ে খেলবেন। ম্যাচের আগে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
শহিদ জুয়েল একাদশ : জাভেদ ওমর, খালেদ মাসুদ, মুশফিকুর রহমান, মিনহাজুল আবেদীন, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ, হাসান তামিম, ডলার মাহমুদ, ফাহিম মুনতাসির, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন, সাজেদুল ইসলাম ও রকিবুল হাসান।
শহিদ মুশতাক একাদশ : মেহরাব হোসেন, তুষার ইমরান, হাবিবুল বাশার, নিয়ামুল রশিদ, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলি খান, হাসানুজ্জামান, ইহসানুল হক, সাজ্জাদ আহমেদ, শফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, গাজী আশরাফ হোসেন ও মোহাম্মদ আলী।