অতিমানবীয় ইনিংসের পর যা বললেন ম্যাক্সওয়েল

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


অতিমানবীয় ইনিংসের পর যা বললেন ম্যাক্সওয়েল

আফগানিস্তানের বিপক্ষে জিতলেই অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। হারলে সমীকরণের মারপ্যাঁচ, আফগানদের শেষ চারের স্বপ্নেও লাগবে হাওয়া। এমতাবস্থায় ৯১ রানেই ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। হারতে থাকা অস্ট্রেলিয়াকে রীতিমতো সেমিফাইনালে নিয়ে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল একার কর্তৃত্বে।

কী অসাধারণ ইনিংসটাই না খেললেন তিনি। তর্কসাপেক্ষে এটিকে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস বললেও ভুল বলা হবে না। নিজে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ শেষ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত আফগানদের ৩ উইকেটে হারায় তারা।

অথচ টুর্নামেন্টের শুরুতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম দুই ম্যাচ হারার পর সবাই তাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। সেটিই মনে করিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া ম্যাক্সওয়েল বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারার পর মানুষ আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমাদের ভেতর বিশ্বাস ছিল আমরা ফিরব। আজকের ম্যাচের পর এটা আরও বেড়েছে আমাদের মধ্যে।’

নিজের অতিমানবীয় ইনিংস সম্পর্কে বলেন, ‘যখন ফিল্ডিং করছিলাম তখন বেশ গরম ছিল। আমি গরমে তেমন দৌড়াতে পারছিলাম না, নিজেকে তৈরি করেছিলাম ব্যাটিংয়ের জন্য। আমি পায়ে কিছুটা ব্যথা অনুভব করেছিলাম। আমি নিজের পরিকল্পনায় অটল ছিলাম। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’

ম্যাক্সওয়েল একবার এলবিডব্লিউ আউট হয়েছিলেন, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান। পাশাপাশি তার একটি ক্যাচও ফেলে দেন মুজিব। ম্যাক্সওয়েল বলেন, ‘এলবিডব্লিউতে জীবন পাওয়ার পর আমি আরও ভালো খেলার চেষ্টা করি। ফ্লাডলাইটের নিচে বলে সুইং করছিল। তারা দারুণ বোলিং করেছে। যদি আমি ক্যাচ মিসের কোনো সুযোগ না দিতাম তা হলে জিনিসটা আরও ভালো হতো, তবে সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *