কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে।

আর মাত্র মিনিট তিনেকের অপেক্ষা। এই সময়টুকু গোল হজম না করলেই নিজেদের ফুটবল ইতিহাসে কোনো মেজর টুর্নামেন্টে সেরা ফল পেতো কানাডা। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লুইস সুয়ারেজের মনে ছিল অন্য কিছু। শেষটা জয় দিয়েই রাঙাতে চাইলেন তিনি।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গোলের জন্য ১৪টি শট নেওয়া কানাডা লক্ষ্যে রাখতে পারে ছয়টি। অন্যদিকে ১২টি শট নেয়া উরুগুয়ের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের ৫২ শতাংশ সময় বলের দখল রাখে কানাডা, ৪৮ শতাংশ সময় উরুগুয়ের কাছে ছিল বল।

আজ ম্যাচের শুরুতে দারুণ খেলছিল উরুগুয়ে। কানাডার ওপর নিয়মিত চাপ সৃষ্টি করতে থাকে তারা। গোলও পেয়ে যায় দ্রুত। কর্নার থেকে রদ্রিগো বেনতাঙ্কুর লক্ষ্যভেদ করেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় কানাডা।

সেই ধারাবাহিকতায় কর্নার থেকে ২২ মিনিটে গোল শোধ করে কানাডা। এবার স্কোরশিটে নাম তোলেন ইসমাইল কোনে। একটু পরই উরুগুয়ের পেলিস্ট্রি বল জালে জড়ান। তবে অফসাইডে তা বাতিল হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল হয়নি।

ম্যাচের ৮০ মিনিটে গোল করে কানাডাকে জয়ের স্বপ্ন দেখান জনাথন ডেভিড। নির্ধারিত সময় শেষেও এগিয়ে ছিল তারা। প্রায় নিশ্চিত জিততে যাওয়া ম্যাচে শেষ মুহূর্তের ভুলে গোল খেয়ে বসে তারা। যেখানে অতিরিক্ত সময়ে উরুগুয়ের ত্রাতা হয়ে দাঁড়ান লুইস সুয়ারেজ।

পাঁচ মিনিট অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দারুণ ক্ষিপ্রতায় গোল করেন সুয়ারেজ। ফলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের চারজনের সবাই লক্ষ্যভেদ করলেও কানাডা দুটি মিস করে। এতেই নিশ্চিত হয় সুয়ারেজদের জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *