সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা কেন্দ্রে হামলায় সেনাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ আরও ছয়জন।
নিহতদের মধ্যে ৬ হামলাকারী, ৬ সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে উত্তর বেলুচিস্তানের মুসলিম বাগ এলাকায় ঘটনাটি ঘটে। খবর আল জাজিরা ও ডনের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সেনাবাহিনী এক দিন আগে শুরু হওয়া অভিযান সম্পন্ন করেছে। কম্পাউন্ডে থাকা অস্ত্রে সজ্জিত ছয় জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, একটি আবাসিক ব্লক থেকে তিনটি পরিবারকে বাঁচাতে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ত্রাসীরা তাদের ভয়ংকর পন্থা থেকে শিশুদেরও রেহাই দেয়নি।
প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য অনুসরণ করে জঙ্গিদের যোগসূত্র খুঁজে বের করা, সহায়তাকারীদের গ্রেফতার করা এবং তাদের পৃষ্ঠপোষকদের তথ্য সামনে আনা অব্যাহত থাকবে বলে আইএসপিআর প্রতিশ্রুতি দিয়েছে।
রেডিও পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে উদ্ধৃত করে বলেছে, তিনি পাকিস্তান সেনাবাহিনীর ছয় সেনা এবং একজন বেসামরিক নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা প্রদানের নির্দেশও দিয়েছেন।
শেহবাজ শরিফ বলেছেন, সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। গোটা জাতি নিরাপত্তা বাহিনীর পাশে আছে বলেও মন্তব্য করেন তিনি।
একদিন আগে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদুস হামলার নিন্দা করেছিলেন এবং তখন পর্যন্ত দুই সেনা নিহত হওয়ার জন্য শোক প্রকাশ করেছিলেন। একই দিনে একটি পৃথক ঘটনায় কেচ জেলার হোশাব এলাকায় একটি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ জঙ্গি নিহত হয়। জঙ্গিরা সেখানে একটি নিরাপত্তাচৌকিতে গুলি চালিয়েছিল।
দেশটিতে কয়েক মাস ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো সারা দেশে হামলা চালাচ্ছে।