মাগুরায় আ.লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র শোভাযাত্রা বের করা হয়

মাগুরায় শোকাবহ আগস্ট ও বিএনপি-জামায়াত-শিবিরের নাশকতা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শহরের জামরুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসের বাবলু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, যুগ্মসাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি জামায়াত-শিবির এ দেশের উন্নয়ন সহ্য করতে পারে না বলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস ও ৭৫ সালের মতো সরকার উৎখাত করতে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো অপশক্তি এ দেশের অগ্রগতি থামাতে পারবে না।

এর আগে দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ আগস্ট পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *