সুবর্ণবাঙলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আবারো রণক্ষেত্রে পরিণত হলো রাজধানীর উত্তরা। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে উত্তরার জমজম টাওয়ার সংলগ্ন মাইলস্টোন কলেজের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে শতাধিক শিক্ষার্থী উত্তরা ১১ নম্বর সেক্টর মাইলস্টোন কলেজের সামনের গাউসুল আজম এভিনিউয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ঢুকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলে এবং আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রীর গলা চেপে ধরে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের এক নেতা। এ ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করতে থাকে।
এর আগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমানের নেতৃত্বে উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদের সামনে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকশ নেতাকর্মী। ছাত্রদের সঙ্গে হট্টগোলের একপর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
একপর্যায়ে বিকাল ৪টা ১০ মিনিটে জমজম টাওয়ারে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা সেক্টরের ৮ ও ৯ নম্বর রোডে ঢুকে আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে গিয়েও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীদের উপর হামলায় অংশ নেওয়া ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে এ সময় রামদা, লোহার পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র দেখা দেখা গেছে।
অপরদিকে, শিক্ষার্থীদের একদল বেলা সাড়ে ৪টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি সংলগ্ন এসবি অফিসের সামনে ব্রিজের উপর অবস্থান নিলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশেরও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড বিকট বিকট শব্দের এক পর্যায়ে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘গণমিছিল’ ঠেকাতে দুপুরে জুমার নামাজের পর পর উত্তরার জমজম টাওয়ার, বিএনএস সেন্টার, আজমপুর, রাজলক্ষ্মীসহ মোড়ে মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা উত্তরা ৬ নম্বর সেক্টরের কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে জড়ো হতে থাকলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এদিকে উত্তরার জমজম টাওয়ার এলাকায় ওই সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, সহিংসতায় গুলিবিদ্ধ ২ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে গেছে। তবে তাদের নাম-পরিচয় মেলেনি।