এবার ইসরাইলি হামলায় কাসাম ব্রিগেডেরের সামরিক কমান্ডার নিহত

আন্তর্জাতিক রাজনীতি

অনলাইন ডেস্ক


ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিমতীরে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া গাড়িতে থাকা আরও চারজন নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) ইসরাইলের হামলায় হামাসের পাচঁজন নিহত হয়েছেন। খবর ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমতীরের তুলকারেমে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের নেতা ছিলেন। তিনি যে গাড়িতে ভ্রমণ করছিলেন সেইসময় তার ওপর ইসরাইলি হামলার পরে তিনি নিহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের শহর তুলকারেমের কাছে হামলায় নিহত পাঁচজনের মধ্যে হাইথাম বালিদিও রয়েছেন। গাড়ির বাকি চার আরোহীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইসরাইল এর দায় শিকার করেছেন। সামরিক বাহিনী বলেছে, গাড়িটিতে একটি সন্ত্রাসী বাহিনী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *