সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু

জাতীয় রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সুবর্ণবাঙলা ডেস্ক


ছবি: তানভীর আহমেদ

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে রাজধানীর সায়েন্স ল্যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। ‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে আজ শনিবার দুপুর ১২টায় তারা বিক্ষোভ শুরু করেন।

মিছিল থেকে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

সেখানে আন্দোলনকারীদের মধ্যে একজন ঘোষণা দেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।’

এদিকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকেই অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *