মাঠে সক্রিয় হওয়ার পথ খুঁজছে আওয়ামী লীগ
সুবর্ণবাঙলা ডেস্ক
১৫ আগস্ট মৌন মিছিল করে ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনা আওয়ামী লীগ
বিপর্যয় কাটিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার পথ খুঁজছে ছাত্র আন্দোলনের মুখে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে সংক্ষিপ্ত পরিসরে হলেও মৌন মিছিল করে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে দলটি। দলের ত্যাগী, ক্লিন ইমেজ থাকা নেতাকর্মীদের সামনে এনে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করতে চায় দলটির নীতিনির্ধারক নেতারা।
দলটির কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দলের নেতাকর্মীদের আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য একটি বার্তা পাঠিয়েছেন। দলীয় প্রধানের বার্তা পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক দিবস নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে শুরু করেছেন। যুব মহিলা লীগসহ কয়েকটি সংগঠন ১৫ আগস্ট ৩২ নম্বরে শোকের কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স হ্যান্ডেলে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জাতীয় শোক দিবসে ধানম-ির ৩২ নম্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে ফুল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়াও চেয়েছেন তিনি।
জানা গেছে, ১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদনের সময় নিরাপত্তার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আমরা আশা করি, সেই অনুমতি দেওয়া হবে।
কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মুখে একপর্যায়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশের বাইরে চলে যান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর পরই আওয়ামী লীগের ওপর চরম আঘাত নেমে আসে। আক্রান্ত হয় ঢাকাসহ সারাদেশে দলের অনেক কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান।
রেহাই পায়নি ধানম-ির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়ি বঙ্গবন্ধু ভবনটিও (৩২ নম্বর বাড়ি নামে অধিক পরিচিত)। পাশাপাশি ঢাকাসহ সারাদেশে বঙ্গবন্ধুর যে ম্যুরাল, ভাস্কর্যগুলো ছিল তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যে যেভাবে পারে নিজেকে রক্ষার জন্য গা ঢাকা দেন, এখন পর্যন্ত তারা আত্মগোপনে রয়েছেন। দলের এবং নিজেদের ভবিষ্যৎ কি, দলের পরিকল্পনা কি এর কিছুই জানেন না তারা। তাছাড়া আওয়ামী লীগের অবস্থা সম্পর্কে জানতে নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। তবে কম বিতর্কিত কিছু নেতা নানাভাবে দলের মাঠের ত্যাগী কর্মীদের সঙ্গে যোগাযোগ করে সীমিত পরিসরে হলেও রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মধ্য দিয়ে বিপর্যয় কাটিয়ে প্রকাশ্য রাজনীতি শুরু করতে চান এসব নেতা।
জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি বার্তার অডিও রেকর্ড অনেক নেতার কাছে পৌঁছেছে। এই বার্তার পর দলের নেতাকর্মীরা ভীতি কাটিয়ে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে। ওইদিন শান্তিপূর্ণভাবে মৌন মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারেন।
কর্মসূচির জন্য নিরাপত্তা চায় আওয়ামী লীগ : এদিকে সোমবার বিবিসি বাংলার খবরে বলা হয়, ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে চায় আওয়ামী লীগ। এই কর্মসূচিকে ঘিরে দলটির পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বিবিসিকে বলেছেন, ‘ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি, সেই অনুমতি দেওয়া হবে।’
এ বিষয়ে কথা বলতে মাহবুব-উল-আলম হানিফের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্রে অনুমতি চাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ফেসবুক ও এক্স হ্যান্ডেলে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া ভিডিও-বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার আহ্বান, বাঙালি জাতির কাছে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদের স্বাধীনতা দিয়েছে।
১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য। এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান।’
ফেসবুকে দেওয়া ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ আগস্ট, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতির পিতার স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে, আপনার-আমার-সবার শ্রদ্ধা নিবেদনই হোক তার প্রতিবাদ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’