আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের পার্লামেন্টে সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে ব্যাপক হাতাহাতি-মারামারি হয়েছে
তুরস্কের পার্লামেন্টে সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে ব্যাপক হাতাহাতি-মারামারি হয়েছে। মারামারির পর পার্লামেন্টের মেঝের একাধিক স্থানে রক্ত দেখা গেছে বলেও জানা গেছে। খবর এএফপির।
শনিবার তুরস্কের পার্লামেন্টের অধিবেশন ছিল। সেই অধিবেশনে বিরোধীদলীয় এমপি আহমেত সিকের বক্তব্য থেকে গ-গোলের সূত্রপাত। নিজ বক্তব্যে তিনি কারাবন্দি এমপি ক্যান আতালায়ের মুক্তি দাবি করেন। এই দাবি জানানোর পর বক্তব্য চলমান থাকার মধ্যেই তার দিকে তেড়ে আসেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন একেপি পার্টির কয়েকজন এমপি।
আহমেত সিককে উপর্যুপরি কিল-চড়-ঘুষি মারতে থাকেন তারা। এ সময় আহমেত সিককে বাঁচাতে এগিয়ে আসেন অন্য বিরোধী এমপিরা। একেপি পার্টির এমপিরাও জড়ো হতে থাকেন এবং একসময় এই সমবেত এমপিরা নিজেদের মধ্যে তুমুল মারামারি শুরু করেন। সরকারবিরোধী আন্দোলন এবং সরকার পতন সংক্রান্ত ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে কারাগারে রয়েছেন ক্যান আতালায়। ২০২২ সালে তাকে ১৮ বছর কারাবাসের সাজা দিয়েছে আদালত।