সুবর্ণবাঙলা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রার্থীরা। এরই মধ্যে দু’পক্ষের প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। একের পর এক ছুড়ছেন সমালোচনার তির। নতুন করে আবারও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির পেনসিলভানিয়ায় এক নির্বাচনি সমাবেশে কমলাকে ‘সমাজতান্ত্রিক পাগল’ বলে কটাক্ষ করেছেন তিনি। রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার পেনসিলভানিয়ার উইলকস্ বেরিতে নির্বাচনি সমাবেশে যান রিপাবলিকান নেতা ট্রাম্প। এ সময় কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছেন, বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে। কারণ তিনি (কমলা) একজন সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো।
এখানেই থামেননি ট্রাম্প। আরও বলেছেন, কমলা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন। অর্থনীতিকে ভেঙে ফেলবেন। যতটা না এখন রয়েছে। এছাড়া কমলাকে কটাক্ষ করে নিজেকে বেশি সুন্দর বলেও দাবি করেছেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয়। সেটা নিয়েও বিদ্রুপ করে বলেছেন, ‘আমি দেখতে তার (কমলার) চেয়ে অনেক ভালো।’তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবে কমলাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে থাকলে বিপদে পড়তে পারেন ট্রাম্প। বিশেষ করে মধ্যপন্থি ভোটারদের কাছে ট্রাম্প বিরক্তির কারণ হতে পারেন।
একই দিন নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহায় প্রচারণায় যান মিনেসোটার বর্তমান গভর্নর এবং কমলার রানিং মেট টিম ওয়ালেজ। এদিন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি। ওয়ালেজ বলেছেন, ‘ট্রাম্প ক্ষমতায় এলে মধ্যবিত্তদের শাস্তি দিয়ে শিল্পপতিদের কর ফাঁকির ব্যবস্থা করে দেবেন। খর্ব করবেন স্বাধীনতা। তিনি যদি পুনরায় হোয়াইট হাউজে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের জন্য মোটেও তা ভালো হবে না।’তিনি আরও বলেছেন, ‘আপনারা যা বিশ্বাস করেন, কমলাও তাই বিশ্বাস করেন। আমরা দেশের প্রতিশ্রুতিতে বিশ্বাসী। আমাদের শুধু লড়াই করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট প্রায়ই বলেন, যখন আমরা লড়াই করি তখনই আমরা জিতে যাই।’ এদিন, মধ্যবিত্তদের জন্য কর কর্তন, সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার খরচ কমানোর বিষয়ে কমলার প্রতিশ্রুতির পুনরাবৃত্তিও করেন টিম ওয়ালেজ। সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে।
এর আগে শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি সমাবেশে অর্থনীতি বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন কমলা। ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে এদিন প্রথমবার অর্থনীতিকেন্দ্রিক বক্তৃতায় শিশুসহ পরিবারের জন্য ছয় হাজার ডলারের একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শিশু আছে এমন পরিবারের জন্য ট্যাক্স কমানোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করা কমলা চার বছরের মধ্যে ৩০ লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন কমলা। ট্রাম্প এই সপ্তাহে অর্থনীতি এবং তার নীতিগুলোকে কেন্দ্র করে দুটি বক্তৃতা দিয়েছেন। তবে তিনি এখনো একটি বিশদ অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করেননি। তিনি উচ্চ মুদ্রাস্ফীতির জন্য বারবার বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন। সেই সঙ্গে অবিলম্বে দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।