পেন্টাগনের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে যতো কথা

আন্তর্জাতিক রাজনীতি

সুবর্ণবাঙলা ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্র্বতীকালীন সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২০ আগস্ট) মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান জানিয়ে বলেন, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় রয়েছে পেন্টাগন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোন ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে কি?

এই প্রশ্নের জবাবে প্যাট রাইডার বলেন, বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোন যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই।

তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান এবং বলেন, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত যে কোন বিষয়ে, আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং সব ধরণের সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *