রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা পাকিস্তানে

খেলাধুলা

স্পোর্টস রিপোর্টার


মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ১৭১+ সৌদ শাকিল ১৪১

রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকায় মাত্র ৪১ ওভার খেলা হয় এবং ৪ উইকেটে ১৫৮ রান তুলে দিন শেষ করে পাকরা।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের আগেই খেলা মাঠে গড়ায় এবং সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া শতকে রানের পাহাড় গড়ে তারা। ৫৭ রানে সৌদ আর ২৪ রানে রিহওয়ান অপরাজিত ছিলেন। তারা দ্বিতীয় দিন সেখান থেকেই দেখেশুনে শুরু করেন এবং দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। আগের দিন আদ্র্র পরিবেশে বল হাতে ঝড় তুলেছিলেন দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। তারা একেবারেই নিস্প্রভ হয়ে যান সৌদ-রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে।

পঞ্চম উইকেটে সৌদ-রিজওয়ান ২৪০ রানের বিশাল জুটি গড়েন এবং এতেই বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে পাকিস্তানের। সৌদ ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ২৬১ বলে ৯ চারে ১৪১ রান করার পর মেহেদি হাসান মিরাজের অফস্পিনে সাজঘরে ফেরেন।

তার আগেই শতক পেয়ে যান আক্রমণাত্মক মেজাজে খেলা রিজওয়ান। তিনিও ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। তবে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন তিনি। ষষ্ঠ উইকেটে সালমান আগার সঙ্গে ৪৪ এবং সপ্তম উইকেটে শাহীন শাহ আফ্রিদির সঙ্গে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়েন তিনি।

সালমান ৩৬ বলে ১৯ রানে বিদায় নিলেও শাহীন অপরাজিত ছিলেন ২৪ বলে ১ চার, ২ ছক্কায় ২৯ রানে। আর রিজওয়ান তার ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত ছিলেন ২৩৯ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৭১ রানে। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ও হাসান। এছাড়া একটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *