সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস রিপোর্টার
এক গোল শোধ দেয়ার পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ দল
আগের দিন ছিল তুমুল আত্মবিশ্বাস ও দৃঢ়প্রত্যয়। ফলে ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিলেন তাদের প্রিয় দলটি না জিতলেও অন্ততঃ হারবে না। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি। কেননা হেরে গেছে বাংলাদেশ! বৃহস্পতিবার তাদের দিনটা যেন ‘বৃহস্পতি তুঙ্গে’ ছিল না। বরং ছিল ‘শনির দশা!’ এদিন তারা স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে গেছে (ভেন্যু ললিতপুরের আনফা কমপ্লেক্স)। নেপালের সামির তামাং (১৬ মিনিট) ও নিরঞ্জন ধামি (১৮ মিনিটে) এবং মিরাজুল ইসলাম (৪২ মিনিটে পেনাল্টি থেকে) ১টি করে গোল করেন।
আর এই হারে সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপে এ-গ্রুপে রানার্সআপ হলো লাল-সবুজ বাহিনী। খেলার প্রথমার্ধেই সবগুলো গোল হয়। এই আসরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে (২-০) এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। একই অবস্থা হয় নেপালেরও। তারাও লঙ্কাকে হারায় (১-০)। গোল পার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপে পয়েন্ট টেবিলে বাংলাদেশই ছিল শীর্ষে। নেপাল দুইয়ে। আর লঙ্কান দল বিদায় নেয় শূন্য পয়েন্ট নিয়ে।
এ অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ খেলতে নামে তুলনামূলক সুবিধাজনক অবস্থান নিলে। নেপালের সঙ্গে নুন্যতম ড্র করলেই তারা হতে পারতো গ্রুপসেরা। সেক্ষেত্রে সেমিতে তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলা করার একটা সুবিধা পেত। কাল বি-গ্রুপে ভারত-মালদ্বীপ ম্যাচের ফলের ওপর নির্ভর করবে অন্য দুই সেমিফাইনালিস্ট কোন দল। কিন্তু বৃহস্পতিবার ঘটে ভিন্ন কিছু। আধিপত্য বিস্তার করে বরং হিমালয়ের দেশটিই আগে জোড়া গোল করে বসে ভড়কে দেয় মারুফুল হকের শিষ্যদের। শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।