ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের সাক্ষাৎ

খেলাধুলা রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিবেদন

তিন আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দেওয়ার পর এবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান সাকিব। দলের দপ্তর সম্পাদকের কক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন। ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বেরিয়ে যান সাবিক আল হাসান।

বিশ্বসেরা এ অলরাউন্ডার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে নেতাকর্মীদের অনেকে তার আশপাশে ভিড় করেন, অনেকে আবার মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কার্যালয়ের সামনে নেমে সাকিব আল হাসান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তার কক্ষে যান। সেখানে তারা কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। তবে সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাকিব বা ওবায়দুল কাদের গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি।

২০১৮ সালের নির্বাচনের আগেও তার আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে সরে যান তিনি। তবে এবার সাকিব তার নিজের জেলা মাগুরার ১ ও ২ আসন ছাড়াও ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ইতোমধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন মনোনয়ন বোর্ডের সভায় রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলটি। আজ বাকি বিভাগগুলোর মধ্যে খুলনা ও ঢাকার প্রার্থী চূড়ান্ত করা হবে। তার আগে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *