ছাত্র-জনতাকে রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার আহ্বান হাসনাতের

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিবেদন

স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে বলে মন্তব্য করে ফেসবুকে এক পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি রোববার রাত পৌনে নয়টায় করা ওই পোস্টে লিখেছেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। ‘

কমেন্টবক্সে হাসনাত আরও লিখেছেন, ‘এসব করাচ্ছে এনামুল হক শামিম, শরীয়তপুর আসনের সাবেক এমপি, তার বড় ভাই এই আনসার এর ডিজি ছিল এবং এইব আনসার তার ভাইয়ের রিক্রুটেড।’

প্রসঙ্গত, রেস্ট প্রথা বাতিল করে চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে যাচ্ছেন আনসাররা। রোববার আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। বিকালে ওই বৈঠক শেষে আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে এরপরও সচিবালয় ত্যাগ করেননি আনসাররা। এ নিয়ে এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের একটি অংশ এখনো উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে। এই সংকটের সময়ে তারা সবাইকে আটকে রেখে ব্লেকমেইল করছে।’

এর আগে আরেকটি পোস্টে হাসনাত লেখেন, ‘এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *